September 16, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Snake : দুটি অজগর উদ্ধারে চাঞ্চল্য !

শিলিগুড়ি , ১২ জুন : চা বাগানের ভেতর থেকে দুটি অজগর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য |

আজ দুপুর নাগাদ তিরানা চা বাগানের শ্রমিকরা কাঁচা পাতা তোলার সময় হঠাৎ ১৩ নম্বর সেকশনে দুটি অজগর কে দেখতে পায় | অজগর দেখতে পেয়ে রীতিমতো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে মহিলা চা শ্রমিকরা । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগানের ম্যানেজারকে , ম্যানেজারের সহযোগিতায় খবর দেওয়া হয় বাগডোগরা বনদপ্তরের কর্মীদের।

খবর পেয়ে আসে বনদপ্তরের কর্মীরা | অবশেষে স্থানীয় যুবক এবং চা শ্রমিকদের অজগর দুটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় | একটির দৈর্ঘ্য ১৩ ফুট অপরটির ৯ ফুট | বাগডোগরা রেঞ্জার অফিস থেকে পরবর্তীতে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে অজগর দুটিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *