Pujo : বনদুর্গার পুজো উপলক্ষে উন্মাদনা
শিলিগুড়ি , ১২ জানুয়ারী : পৌষ-পূর্ণিমায় হতে চলেছে বনদুর্গার পুজো । এ বছর বনদুর্গা পূজা ৪৪ তম বর্ষে পদার্পণ করছে । রাজগঞ্জের ফাড়াবাড়ির অদূরে বৈকুন্ঠপুর গভীর জঙ্গলে বনদুর্গার পুজো হয় । কথিত আছে , দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লিভিটা চাঁদের খাল নামে পরিচিত । সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ‘দেবী চৌধুরানী’ […]