January 15, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Pujo : বনদুর্গার পুজো উপলক্ষে উন্মাদনা

শিলিগুড়ি , ১২ জানুয়ারী : পৌষ-পূর্ণিমায় হতে চলেছে বনদুর্গার পুজো । এ বছর বনদুর্গা পূজা ৪৪ তম বর্ষে পদার্পণ করছে । রাজগঞ্জের ফাড়াবাড়ির অদূরে বৈকুন্ঠপুর গভীর জঙ্গলে বনদুর্গার পুজো হয় । কথিত আছে , দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লিভিটা চাঁদের খাল নামে পরিচিত । সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ‘দেবী চৌধুরানী’ উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন ।

অনেক বছর আগে স্থানীয়রা এইস্থানে ঠুনঠুনিয়া মায়ের নামে পুজো করত । একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন । এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত । বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পূজিত হন । শিলিগুড়ি , জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোয় আসেন । পুজোর দু’দিন বাড়তি নজরদারি থাকবে প্রশাসনের ।

এই বিষয়ে বনদুর্গা পুজো কমিটির সম্পাদক রাজু সাহা , শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে । কোভিডের জন্য কয়েকবছর দিনে পুজো হলেও গতবছর থেকে রাতে পুজো করা হচ্ছে । প্রশাসনের সবরকম নিয়ম মেনেই এই পুজো করা হবে । এবারের পুজোতেও সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *