Politics : মহিলা নিগ্রহের সংখ্যা বাড়ছে , বিচার নেই : মীনাক্ষী মুখার্জি
শিলিগুড়ি , ৮ নভেম্বর : ঘোষপুকুরে ১৬ অগাস্ট ফারাবাড়ির নিগৃহীতা আদিবাসী মহিলা থানায় এজাহার করার পরেও দোষীরা শাস্তি না পাওয়ায় মীনাক্ষী মুখার্জির কাছে অভিযোগ করেন । জানান অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে । সেই সঙ্গে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে । গতকাল রাতে মীনাক্ষী মুখার্জি সেখানে পৌঁছালে গণধর্বষণে নিগৃহীতা মহিলা তার কাছে দোষীদের শাস্তির দাবি রাখেন […]