December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : নেশার সামগ্রী পাচারের আগেই গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৫ নভেম্বর : নেশার সামগ্রী পাচারের আগেই গ্রেপ্তার ২ । গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত কলকাতা শিলিগুড়ি ৩১ নম্বর জাতীয় মাদাতি টোল গেটের সামনে একটি বেসরকারি বাস আটক করে তল্লাশি চালাতে বাজেয়াপ্ত হয় নেশার সামগ্রী |

দুই যুবকের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । জানা যায় কিশানগঞ্জ থেকে শিলিগুড়িতে পাচারের ছক ছিল তাদের । ধৃতদের নাম মহম্মদ সায়েদ (35) ও মোঃ রহিম(27)। এরা কিশান্গঞ্জ এর বাসিন্দা ।

ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । এই মাদক পাচারের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজো তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *