Police Case : পিকনিকে দুই ভাইয়ের বচসা , অস্বাভাবিক মৃত্যু
শিলিগুড়ি , ১৪ অক্টোবর : মহালয়ার আগের রাতে চলছিল পিকনিক। সেই পিকনিকে দুই ভাইয়ের বচসা। তারই মাঝে প্রতিবেশী এক যুবক আমচকাই হস্তক্ষেপ করে। এরপরই বড় ভাইকে মারধর করার অভিযোগ ওঠে । ঘটনার ওই যুবক বাড়ি ফিরে আত্মঘাতী হন বলে অভিযোগ । মৃত ওই যুবকের নাম বিজয় সরকার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ […]