Puja : খড়িবাড়িতে শুরু হল রক্ষাকালী পুজো
শিলিগুড়ি , ১৫ জানুয়ারী : ৫০ তম বর্ষ খড়িবাড়িতে শুরু হল রক্ষাকালী পুজো । ১৯৭৫ সালে অশ্বিনী কুমার দে’র হাত ধরে এই পুজোর শুরু । পরে পুজো বলাইঝোড়া রক্ষাকালী পুজো কমিটি এই পুজোর দায়িত্ব পালন করছে । খড়িবাড়ির বাতাসীতে ৩৫ হাত মূর্তি দিয়ে এই পুজো শুরু | এখন তা কমে ২২ হাত মূর্তিতে পুজো । […]