Investigation : নামি কোম্পানির নকল কয়েক লক্ষ টাকার প্রেসার কুকার বাজেয়াপ্ত
শিলিগুড়ি , ৭ মার্চ : নামি কোম্পানির নকল কয়েক লক্ষ টাকার প্রেসার কুকার , ব্যাটারি , ওভেন , ইন্ডাকশন সহ গ্রেপ্তার ৩ । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকার প্রধান মোড় এলাকার ঘটনা ।গত প্রায় দুই মাস ধরে শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের একটিয়াশালের একটি ভাড়া বাড়িতে ভাড়া নিয়ে , নামিদামি কোম্পানির নকল সামগ্রী মিরট […]