December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Investigation : উপার্জনের একমাত্র গাড়ি চুরি , দিশাহীন মালিক

শিলিগুড়ি , ১৮ জুলাই : রাতের অন্ধকারে ঘরের পাশ থেকেই চুরি গেল মালবাহী পিকআপ ভ্যান । উপার্জনের একমাত্র গাড়িটি চুরি যাওয়াতেই দিশাহীন হয়ে পড়েছেন গাড়ির মালিক।অসহায় পরিবার , পিকআপ গাড়ি চালিয়েই কোনোরকমে চলতো সংসার |

দীর্ঘ চার বছর ধরে নিজের শোবার ঘরের পাশেই পার্ক করে রাখা থাকত গাড়িটি । বুধবার রাতেও ঠিক একই জায়গায় গাড়িটি পার্ক করে রেখে রাতে ঘুমিয়েছিলেন । রাতে বৃষ্টির সুযোগে গাড়ির কাচ ভেঙ্গে গাড়ি নিয়ে চম্পট দেয় চোর ।

বুধবার রাতেই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত ভোলামোড় জামুড়িভিটা এলাকায় । গাড়ির মালিক অমর দাস বলেন , এই গাড়িটি চালিয়ে স্ত্রী সন্তানের মুখে দু,বেলা দু’মুঠো খাবার তুলে দেন । এখন কি করে খাবেন তা বুঝতে পারছেন না । চুরির ঘটনায় নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি | তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *