SJDA : এসজেডিএ এবং পুরনিগমের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক
শিলিগুড়ি , ৩১ মে : দীর্ঘদিন ধরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ (এসজিডিএ) এর দায়িত্ব জেলা শাসকের হাতে থাকলেও বাস্তবে কোনও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না | এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ । তিনি সরব হন এসজেডিএ এবং পুরনিগমের কার্যকলাপ নিয়ে । এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অমিত জৈন । বিধায়ক […]