December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

Allegations : অবৈধ নির্মান প্রসঙ্গে রেয়াত করা হবে না দলের কর্মীদের

শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারী : পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা অবৈধ নির্মাণ করেছে এই অভিযোগের পর এবার পদক্ষেপের আশ্বাস দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

শনিবার টক টু মেয়র অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাব জানিয়ে দেন অবৈধ নির্মাণ হলে সে যে দলেরই হোক না কেন অবশ্যই পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত শুক্রবার ৪৭ নম্বর ওয়ার্ডের সৌমিত্র দেবনাথ নামে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতার অবৈধ নির্মাণ ভাঙতে যায় পুরকর্মীরা। নির্মাণ ভাঙতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের ।

ফলে অবৈধ নির্মাণ না ভেঙ্গে ফিরে আসতে হয় পুরকর্মীদের । নির্মাণ ভাঙা থেকে আটকাতে বাড়ির নিচে তৎক্ষণাৎ তৃণমূল কংগ্রেসের ভোট কার্যালয় বানিয়ে ফেলা হয়। এই বিষয়টি নিয়ে মেয়রের কাছে জানতে চাওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস হোক আর যেই রাজনৈতিক দলই হোক না কেন অবৈধ নির্মাণ হলে তার বিরুদ্ধে নিশ্চিত ভাবে পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *