BSF : বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী ‘গরু পাচারকারী’
শিলিগুড়ি , ৬ মার্চ : ভারত -বাংলাদেশ সীমান্তে বিএসএফ-র গুলিতে নিহত এক বাংলাদেশী ‘গরু পাচারকারী’। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের ভাঙ্গামালি এলাকার ঘটনা। রাতের অন্ধকারে বালাসন বিওপি সীমান্তে কাঁটাতার কেটে গরু পাচারের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশী ‘দুষ্কৃতী’ । সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় । এরপরই পরপর দশ রাউন্ড […]