শিলিগুড়ি , ২৬ অগাষ্ট : ফের বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার শিলিগুড়িতে । এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের হাতে আটক এক বাংলাদেশী যুবক ।
শিলিগুড়ি মহকুমার ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে ওই বাংলাদেশি যুবককে আটক করল এসএসবি ।
এসএসবি সূত্রে জানা গিয়েছে , সোমবার রাত ৮ টা নাগাদ ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকায় অরুণ কান্তি রায় নামে ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবির সীমান্তে টহলরত জাওয়ানরা । ধৃত অরুণ কান্তি রায়ের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট এলাকায়।
ধৃতে কাছে ভারতীয় নকল আধার কার্ড উদ্ধার করেছে এসএসবি । ওই আধার কার্ডে ধৃতের নাম অর্ঘ্য বর্মন রয়েছে । পাশাপাশি ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৪ টি মোবাইল এবং সিম কার্ড । এসএসবি সূত্রে জানা গিয়েছে , ধৃত বিগত ২ বছর থেকে ভারতেই বসবাস করছে । ভবেশ বর্মন নামে এক ব্যক্তি তাকে ভারতে আশ্রয় দিয়েছিল বলেই জিজ্ঞাসাবাদে জানায় ধৃত ।
ধৃতের হেফাজত থেকে প্রচুর বাংলাদেশী এবং ভারতীয় নথি উদ্ধার হয়েছে । যার মধ্যে বেশিরভাগ নথি ভবেশ চন্দ্র বর্মনের রয়েছে বলেই জানিয়েছে এসএসবি।
তবে ভারতীয় বাসিন্দা ভবেশ বর্মন বর্তমানে বাংলাদেশে থাকে বলেই জিজ্ঞাসাবাদে এসএসবি কে জানিয়েছে ধৃত । এসএসবি ওই ভবেশ বর্মনের সমস্ত নথি দেখে তার খোঁজখবর শুরু করেছে ।
অপরদিকে সোমবার রাত এগারোটা নাগাদ ধৃত বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা অরুন কান্তি রায় কে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
এসএসবির অভিযোগের ভিত্তিতে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতের হেফাজত থেকে পাওয়া সমস্ত নথি যাচাই এবং ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ । মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।