শিলিগুড়ি , ১৫ মে : ভারত-নেপাল সীমান্ত পানিট্যাংকি থেকে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করলো এসএসবির বিশেষ টহলদারি দল । অবৈধভাবে ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় ওই বাংলাদেশী নাগরিককে আটক করে বিএসএফ ।
ধৃত ওই বাংলাদেশির নাম মহম্মদ রেদয় খান ( ২৬ )। ধৃতের বাড়ি বাংলাদেশের নাটোর জেলার পাটিকাবাড়ি দোহরশোইলা গ্রামে |
ধৃত নেপাল থেকে ভারতে ঢুকেছিল ।
জানা গিয়েছে সে বাংলাদেশ থেকে নেপালে পাসপোর্ট ভিসা করেই গিয়েছিল । কিন্তু ভারতে ঢুকছিল মেচি নদী টপকে ।
ধৃত ওই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার হতে তুলে দেয় এসএসবি । আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।