December 4, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দেশ

Border : দেশ ছেড়ে বাংলাদেশে ফেরার সংখ্যা বেড়েছে : আইজি

শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : এসআইআর আবহে দেশ ছেড়ে বাংলাদেশে ফেরার সংখ্যা ক্রমশবাড়ছে । গত বছর ভারত থেকে বাংলাদেশে ফেরার সংখ্যা ছিল যেখানে ৪৫ জন , বর্তমানে তা একলাফে গত তিনমাসে বেড়ে হয়েছে ১৮৬ জন । বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন কদমতলায় বিএসএফের উত্তরবঙ্গের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে সাংবাদিক বৈঠক করে একথা জানান বিএসএফের উত্তরবঙ্গের আইজি মুকেশ ত্যাগি ।

এদিন বিএসএফের ৬১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয় গুলো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইজি । সাংবাদিক বৈঠকে সীমান্ত নিরাপত্তার প্রযুক্তি ব্যবহার , চিকেন নেকের নিরাপত্তা বাড়ানো ও পাচার রোধ সহ একাধিক বিষয় তুলে ধরেন বিএসএফের উত্তরবঙ্গের আইজি মুকেশ ত্যাগি ।

ইন্দো বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও পাচার রুখতে পুরনো ফেন্সিংয়ের পরিবর্তে নতুন অত্যাধুনিক নিউ ডিজাইন ফেন্সিং ব্যবহার করার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি । বিএসএফের অধীনে থাকা ৯৩৬ কিলোমিটার ইন্দো বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রায় ২৫০ কিলোমিটার সীমান্তে ওই এনডিএফ ফেন্সিং বসানোর কাজ শুরু হয়েছে । পুরনো কাঁটাতার ৮ ফুট লম্বা ও তা সহজেই কেটে বা উপর দিয়ে পার হওয়া যেত ।

কিন্তু এই নতুন অত্যাধুনিক কাঁটাতার কোন সরঞ্জাম দিয়ে কাটা সহজ হবে না | আর ১২ ফুট উঁচু হওয়ায় তা সহজে টপকানোও যাবে না । সীমান্ত এলাকায় অটোমেটিক নম্বর প্লেট রিডার যন্ত্রের ব্যবহার করছে বিএসএফ । এবার আরও বেশি নাইট ভিশন , বুলেট ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে ।

সীমান্তে আটক অনুপ্রবেশকারী বা পাচারকারীদের যাবতীয় তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে বিএসএফ । যাকে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন ব্যাংকিং বলা হয় । এই প্রক্রিয়ার মাধ্যমে সীমান্তে আটক অনুপ্রবেশকারীর সমস্ত তথ্য জমা হবে । তার আঙুলের ছাপ থেকে আগের সমস্ত অপরাধের তথ্য পাবে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *