Court : অবৈধ মদ পাচারের পর্দাফাঁস , গ্রেপ্তার তিন
শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর : ভক্তিনগর থানার অন্তর্গত সমর নগর এলাকায় অবৈধ মদ পাচারের নেটওয়ার্কের পর্দাফাঁস করল পুলিশ । গোপন সূত্রের খবরের ভিত্তিতে, ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ রবিবার গভীর রাতে একটি বিশেষ অভিযান চালায় । তথ্য অনুযায়ী, বিহারের সরণ জেলার তিন যুবক সমর নগর এলাকায় অবৈধভাবে একটি বাড়ি ভাড়া নিয়েছিল এবং সিকিম থেকে আনা […]
