Police : মহিলার ওপর প্রাণঘাতী হামলায় মূল অভিযুক্ত প্রাক্তন জামাই গ্রেপ্তার !
শিলিগুড়ি , ৩ ডিসেম্বর : মহিলার ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার | রাস্তায় এক মহিলার গলায় চাকু চালিয়ে দিয়েছিল এক যুবক । রক্তাক্ত অবস্থায় ওই মহিলা নিজেই ছুটে গিয়েছিল হাসপাতালে । অন্ধকার রাস্তায় আচমকাই ওই মহিলার উপর হামলা চালানো হয়েছিল । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে । এবার মাটিগাড়ায় ওই মহিলার ওপর প্রাণঘাতী হামলার […]
