December 3, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : মহিলার ওপর প্রাণঘাতী হামলায় মূল অভিযুক্ত প্রাক্তন জামাই গ্রেপ্তার !

শিলিগুড়ি , ৩ ডিসেম্বর : মহিলার ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার | রাস্তায় এক মহিলার গলায় চাকু চালিয়ে দিয়েছিল এক যুবক । রক্তাক্ত অবস্থায় ওই মহিলা নিজেই ছুটে গিয়েছিল হাসপাতালে । অন্ধকার রাস্তায় আচমকাই ওই মহিলার উপর হামলা চালানো হয়েছিল । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে ।

এবার মাটিগাড়ায় ওই মহিলার ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্তকে করল মাটিগাড়া থানার পুলিশ । স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে রাগে মাসি শাশুড়ির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল জামাই ।

অভিযুক্ত নুর আলমকে মঙ্গলবার মাটিগাড়া লেলিন কলোনি থেকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ । গত বুধবার রাত ৮ টা নাগাদ মাটিগাড়ার রামকৃষ্ণ পাড়া এলাকার একটি অন্ধকার গলিতে মাটিগাড়া ভাঙাপুলের বাসিন্দা রঞ্জু খাতুন নামে এক মহিলার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় নূর । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মাটিগাড়ায় একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয় তাকে ।

কয়েকদিন ধরে সেখানেই চিকিৎসাধীন রঞ্জু । এদিকে এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সহ আহতের সঙ্গে কথা বলে পুলিশ নুরের বিষয়ে জানতে পারে । তবে এই ঘটনা পারিবারিক অশান্তির জেরে ঘটানো হয়েছে বলেই পরিবর্তিতে তদন্তে উঠে আসে । রঞ্জুর দিদির মেয়ের সঙ্গে কয়েকমাস আগে বিয়ে হয়েছিল ফাঁসিদেওয়ার বাসিন্দা নূরের । তবে নূর আগে থেকেই বিবাহিত ছিল । ওই বধূ নুরকে ছেড়ে বাপের বাড়ি চলে গেলে ফের কয়েক মাস আগে অপর একজনকে বিয়ে করে নূর । তবে সেই স্ত্রীও বাড়ি থেকে চলে যাওয়ার পর সামাজিক মাধ্যমে মাসি শাশুড়ির সঙ্গে ছবি দেখে মাসি শাশুড়িকে একপ্রকার জেরা শুরু করে নূর ।

স্ত্রীকে না মেলায় রাগের বসে সেদিন রঞ্জুর ওপর হামলা চালায় অভিযুক্ত জামাই । তবে অভিযুক্তের সঙ্গে ঘটনার দিন থাকা আরেক যুবক জড়িত রয়েছে কিনা তা এখনও স্পট নয়। এছাড়াও হামলা চালানোয় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার হয়নি অভিযুক্তের কাছ থেকে । অভিযুক্তকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *