December 29, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : মদের আসরে চাখনা নিয়ে মারপিট , শ্রীঘরে এক

শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : মদের আসরে চাখনা নিয়ে গন্ডগোল । এই ঘটনায় মাথা ফাটল দুই জনে র, শ্রী ঘরে যেতে হল অন্য একজনকে ।
ধৃতের নাম সন্তোষ হাজরা । আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় তাকে ।

মদের আসরের চাখনা নিয়ে ওই গন্ডগোলে আহত বেশ কয়েকজন । শনিবার রাতে ঠাকুরনগরের একটি ক্লাবঘরে মদের আসর বসায় কয়েকজন । সেখানে সন্তোষের দায়িত্ব ছিল মাছ ভাজার । মাছ ভাজতে গিয়ে কড়াই এর গরম তেল অন্য একজনের গায়ে ছিটে পড়ে। ওই ঘটনায় বচসা শুরু হয়। এরপর মদের আসরে থাকা ১০-১২ জনের দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় । অভিযোগ ক্লাব ঘরেই চলতে থাকে ব্যাপক মারপিট ।


মারপিটের জেরে আহত হন অনেকে । রাতেই তাদের চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয় । ঘটনায় গতকাল পুলিশে অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হয়। মদের আসরে থাকা ঠাকুরনগরের প্রবীর মন্ডল , নয়ন দত্ত , চিরু এবং আরও কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান ।

মারপিটে মাথা ফেটেছে প্রবীরের । মাথায় সেলাই পড়েছে আটটি । অন্যদিকে , প্রবীর এবং অন্যদের বিরুদ্ধে সন্তোষের স্ত্রী মানসী হাজরা পাল্টা অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ । গতকাল রাতেই সন্তোষকে গ্রেপ্তার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *