October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Health : সুপার স্পেশালিটি ব্লক হস্তান্তর হওয়ার ইঙ্গিত

শিলিগুড়ি , ১১ মে : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা |

অগাষ্ট মাসে সুপার স্পেশালিটি ব্লক হস্তান্তর হওয়ার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা । বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা সুপার স্পেশালিটি ব্লক পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য । পরিদর্শনের পর সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ ও কাজের অগ্রগতি নিয়ে প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান ও হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকে বসেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক , অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা , ডিন সন্দীপ সেনগুপ্ত সহ প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান ও পূর্ত দপ্তরের আধিকারিকরা ।


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য বলেন , ” সুপার স্পেশালিটি ব্লকটি পরিদর্শন করলেন । কোথাও কোন অসুবিধা হচ্ছে কিনা সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । তবে আশা করা যাচ্ছে অগাষ্ট মাসে তারা হস্তান্তর পাবেন । সেটা পেলে কীভাবে দ্রুত হাসপাতালটি চালু করা যায় তা দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *