November 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Death : হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না এক পরীক্ষার্থীর । পরীক্ষা কেন্দ্রে যাবার আগেই মৃত্যু হল এক পরীক্ষার্থীর । মৃতের নাম অর্জুন দাস । জানা গিয়েছে , মৃত ওই পরীক্ষার্থী বরপাটিয়া পশ্চিম নাহাটা হাই স্কুলের ছাত্র ছিল । পরীক্ষা কেন্দ্র ছিল কেবলপাড়া হাই স্কুল ।

এদিন সকালে অর্জুন দাস বাবার সঙ্গে বাইকে করে বাড়ি থেকে রওনা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে যাবার জন্য । সে সময় আচমকাই হাতির সামনে এসে পড়ে তারা । ঘটনায় মৃত্যু হয় অর্জুনের । কোনও মতে প্রাণ রক্ষা হয় তার বাবার ।

ঘটনায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিজন সদস্যদের পাশাপাশি স্থানীয়রা বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে । তাদের অভিযোগ , বারবার এলাকায় হাতির হানা হলেও বনদপ্তর কোনও পদক্ষেপ গ্রহণ করছে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *