September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

শিলিগুড়ি , ৯ মার্চ : মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু | ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় । বৃহস্পতিবার নকশালবাড়ির বুধকরণ জোতে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এর সৃষ্টি হয় । মৃত ছাত্রের নাম সমীর ওরাওঁ (১৮)।

পরিবারের সদস্যরা প্রথমে দেখে পুলিশকে জানায় । ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । কি কারণে এই ঘটনা তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে পরীক্ষা দেওয়ার পর থেকে বিভিন্ন সমস্যায় ভুগছিল সে । রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর এই ঘটনা । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *