December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Project : আঠারোখাই গ্রাম পঞ্চায়েতে ৪০ টি প্রকল্পের উদ্বোধন

শিলিগুড়ি , ৯ মার্চ : আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৈতন্যপুর বিনয়নগর এলাকায় । এদিন ৪০ টি প্রকল্পের উদ্বোধন হয় | পাশাপাশি ১৪ টি নতুন প্রকল্পের শিলান্যাস করা হয় । এদিন এই প্রকল্পগুলির উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ ।

যার মধ্যে রয়েছে কমিউনিটি হল , ৪ টি সোলার সিস্টেম জলপ্রকল্প । এছাড়াও ১৪ টি নতুন প্রকল্পের শিলান্যাসের মধ্যে নতুন রাস্তা ও ড্রেন সহ একাধিক কাজ রয়েছে । এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান , খুব অল্প সময়ের মধ্যে প্রায় তিন কোটি টাকার কাজ আঠারোখাই গ্রাম পঞ্চায়েত করতে পেরেছে | আগামী দিনে আরও বেশি কাজ করতে পারবে বলে তিনি আশা করছেন ।

এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিশিষ্ট সমাজসেবী পাপিয়া ঘোষ , মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভোলা ঘোষ , পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎ পাল , আঠারোখাই গ্রাম পঞ্চায়েত প্রধান যুথিকা রায় (খাসনবিশ) , উপপ্রধান সন্তু দাস সহ পঞ্চায়েত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *