September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Plantation : চাষীদের সুবিধার্থে মহকুমা পরিষদের বিশেষ উদ্যোগ

শিলিগুড়ি , ৪ মে : চাষীদের সুবিধার্থে ও চাষবাসে আরও গতি আনতে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি মহকুমা পরিষদ । চাষবাসের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে ব্লক ভিত্তিক চাষিদের চারা গাছ দেবে শিলিগুড়ি মহকুমা পরিষদ । বৃহস্পতিবার এই বিষয় নিয়ে আয়োজিত হল বৈঠক ।


বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হর্টিকালচার দপ্তরের অন্তর্গত ডিস্ট্রিক্ট মিশন কমিটির সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ । এই বৈঠকে সিদ্ধান্ত হয় , বিভিন্ন ব্লক ভিত্তিক সমীক্ষা করা হবে | সেখানে জায়গা দেখা হবে , যেই জায়গায় যেই ফলন ভালো হবে সেখানে সেই চারা গাছ দেওয়া হবে ।

পাশাপাশি ১৫৫ টি ICDS সেন্টার দেখা হয়েছে যেখানে বিভিন্ন ধরণের চারা গাছ লাগানো হবে । যেখানে যেই গাছের ফলন ভালো সেখানে সেই গাছ লাগানো হবে বলে জানান সভাধিপতি অরুন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *