October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

SJDA : বাড়ছে এবার ছট ঘাটের সংখ্যা

শিলিগুড়ি , ১২ অক্টোবর : দুর্গাপুজোর আগে প্রস্তুতি সেরে ফেলেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ । পুজোর ঘাট তৈরির পাশাপাশি শিলিগুড়ি শহরের বড় পুজো মন্ডপের সামনে নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরায় মুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে SJDA এর ।

বৃহস্পতিবার শিলিগুড়ির PWD ইনস্পেকশন বাংলোতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড় পুজো মন্ডপগুলি সামনে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি নদীর ঘাট গুলিও সংস্কার করা হবে | প্রতিমা নিরঞ্জন এবং ছট পুজোর জন্য ঘাট তৈরি করা হচ্ছে । এবছর ছট ঘাটের সংখ্যা বাড়ানো হবে । তর্পনের জন্যও নৌকাঘাট সহ একাধিক ঘাট তৈরি করা হচ্ছে বলে জানান চেয়ারম্যান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *