September 16, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Festive : জংশন এলাকায় ফের চালু হল ‘মা ক্যান্টিন’

শিলিগুড়ি , ১২ অক্টোবর : পুজোর আগে ফের শিলিগুড়ি জংশন এলাকায় চালু হল ‘মা ক্যান্টিন’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেই ক্যান্টিনের উদ্বোধন করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব । কেবলমাত্র উদ্বোধন করাই নয় সেখানে বসে তিনি ক্যান্টিনের খাবার ও খান । মেয়র , ডেপুটি মেয়র সহ অন্যান্য সকলেই সেখান থেকে খাওয়ার খান।

মাত্র ৫ টাকায় ক্যান্টিনে ভাত ,ডাল , সবজি , ডিম পাওয়া যায় । দুঃস্থ মানুষদের এর ফলে অনেকটাই সুবিধে হবে । পুজোর সময় বাইরে থেকে প্রচুর মানুষরা শিলিগুড়ি আসেন । জংশন এলাকায় প্রায়শই ভিড় থাকে শ্রমিক ও কর্মীদের | তাদের কথা মাথায় রেখেই ওই এলাকায় এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়। এর আগেও জংশনে এলাকায় একটি মা ক্যান্টিন তৈরি করা হয়েছিল তবে কোন কারনে তা বন্ধ হয়ে যায় | ফের একবার এই মা ক্যান্টিন নতুন করে চালু করা হল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *