November 25, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : মাথার খুলি সহ দুটি বার্কিং হরিণের শিং উদ্ধার , গ্রেপ্তার ৩

শিলিগুড়ি , ১১ জানুয়ারী : মাথার খুলি সহ দুটি বার্কিং হরিণের শিং উদ্ধার করল বৈকুণ্ঠ পুর ফরেস্টের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা । ঘটনায় গ্রেপ্তার ৩ । বুধবার সন্ধ্যায় আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা ক্রেতা সেজে অভিযানে নামেন । রাজগঞ্জের ফাটাপুকুর এলাকা থেকে দুটি বার্কিং হরিণের শিং সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে । পাচারে ব্যবহৃত একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে । যদিও তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি বনদপ্তর ।

মাসখানেক আগে ৬ টি হরিণের শিং সহ তিন জনকে গ্রেপ্তার করেছিল আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা । তাদের জেরা করে একটি চক্রের বিষয়ে জানতে পারে বনদপ্তর । এরপর থেকেই সেই চক্রের ওপর নজরদারি চালাচ্ছিলেন বনকর্মীরা । সেই মতো বুধবার সন্ধ্যায় অভিযানে নামেন বনকর্মীরা ।

বনদপ্তর সূত্রে খবর , আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে হাত বদল হয়ে নেপাল পাচার হচ্ছিল মাথার খুলি সহ দুটি বার্কিং হরিণের শিং। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *