November 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩ কিশোর

শিলিগুড়ি , ৩১ অগাস্ট : নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩ | ঘটনাটি নিউ জলপাইগুড়ি থানা এলাকার | বর্তমানে ওই নাবালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে | ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার।

বিগত বেশ কিছুদিন থেকেই ওই নাবালকের শারীরিক অবস্থা খারাপ হয়। এরপরই বিষয়টি পরিবারের নজরে আসে। নাবালক তার সাথে ঘটে চলা যৌন নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায় | নাবালকটি যখন পাড়ার মাঠে খেলতে যায় সেই সময় তারই প্রতিবেশী তিন কিশোর তার সঙ্গে লাগাতার তিন চার দিন যৌন নির্যাতন করে বলে অভিযোগ |

পরিবারে বিষয়টি জানাজানি হতে তারা লিখিত অভিযোগ দায়ের করে নিউ জলপাইগুড়ি থানায় এলাকায় । এরপর অভিযুক্ত কিশোরের পরিবার তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ |

এমনকি বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে কেও জানানো হয়েছিল পরিবারের তরফে | কিন্তু তিনিও কোন গুরুত্ব দেয়নি বলে নির্যাতিত নাবালকের পরিবারের অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের বয়স ১৫ থেকে ১৭ এর মধ্যে | অভিযুক্তদের তিনজনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি জোন ১ দীপক সরকার জানিয়েছেন , অভিযোগ পাওয়ার পরেই তারা তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রত্যেকেই নাবালক তদন্ত শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *