September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : বাড়িতে মধুচক্রের আসর , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ২৬ অক্টোবর : বাড়িতেই চলছিল মধুচক্রের আসর । স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ পাওয়ার পরই সেখানে হানা দিয়ে গৃহকর্ত্রী সহ এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । ধৃতরা হল রিতা দে চৌধুরী ও শচীন ভগত।

স্থানীয়দের অভিযোগ , শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশ্রমপাড়ার সারদামনি রোডের বাসিন্দা রিতা দে চৌধুরী তার বাড়িতে মধুচক্র চালাচ্ছিল বলে অভিযোগ । সেখানে অচেনা বহু যুবক-যুবতিদের যাতায়াত ছিল । তাদের সন্দেহ হওয়াতে গতকাল রাতে পানিট্যাঙ্কি ফাঁড়িতে এই বিষয়ে অভিযোগ জানান বাসিন্দারা।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটিতে হানা দেয় পুলিশ।সেখানে এক যুবতী এবং এক যুবককে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় । এরপরই শচীন ভগত নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ এবং বাড়ি থেকে উদ্ধার হয় পাঁচ যুবতী । পরবর্তীতে আজ সকালে গ্রেফতার করা হয় বাড়ির গৃহকর্ত্রী রিতা দে চৌধুরীকে । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *