শিলিগুড়ি , ৬ জানুয়ারী : পুজোর বোনাস না দিয়ে নভেম্বর মাস থেকে বন্ধ বাগান। বোনাস তো দূরের কথা কাজের মজুরি , পিএফ না দিয়েও বেপাত্তা হয় বাগান কর্তৃপক্ষ । বাগডোগরার তিরহানা চা বাগানে ফের পথ অবরোধে নামল চা শ্রমিকরা।
এদিন বাগডোগরা পানিঘাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি এই বাগান মালিককে গ্রেফতার করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি দিয়ে দ্রুত বাগান খুলতে হবে। এদিন পথ অবরোধের জেরে বাগডোগরা পানিঘাটা রাজ্য সড়কে আটকে পড়েন নিত্যযাত্রীরা। পরে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। চা শ্রমিকদের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দেন তিনি। এই পরিস্থিতিতে মালিক পক্ষের সঙ্গে বৈঠক ও মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার আশ্বান দেন তিনি।