September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

problem : সমস্যার সমাধান হচ্ছে , কমছে ফোনের সংখ্যা : মেয়র

শিলিগুড়ি , ৬ জানুয়ারী : ” আমি তোমাদেরই ” টক টু মেয়র অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব |
দিন এগোচ্ছে , কমছে ফোনের সংখ্যা । হয়তো মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা , সেই জন্যই ফোনে অভিযোগের সংখ্যা কমছে । শনিবারের টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব ।

প্রায় ৩০ থেকে ৩৫ টি বা তার অধিক ফোন তিনি নিয়েছেন , শুনেছেন অসুবিধার কথা । শুধু তাই নয় , দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেছেন তিনি। সময়ের সাথে সাথে কমছে ফোনের সংখ্যা । শনিবারের টক টু মেয়র মাত্র ১৩ টি ফোন এসেছে মেয়র এর কাছে । আর তাতেই বোঝা যাচ্ছে শহরে সমস্যা অনেকটাই নিরসন করতে পেরেছেন তিনি।

তবে বাগরাকোট রেল ক্রসিং নিয়ে চিন্তিত তিনি । কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে একাধিক ভাবনা নিয়েছেন তিনি । ফ্লাইওভার সম্ভব না হলেও মানুষের পায়ে হেটে যাতায়াতের জন্য ফুট ওভারব্রিজ করার ভাবনা নিয়েছেন তিনি। তিনি জানান , বহু ছাত্র-ছাত্রী এই পথ দিয়ে যাতায়াত করে। রেল ক্রসিংয়ের বর্তমান অবস্থার জন্য মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের । দ্রুত এই সমস্যার সমাধানের কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *