September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম কমপক্ষে ১১

শিলিগুড়ি , ২৫ ফেব্রুয়ারী : গভীর রাতে নকশালবাড়িতে পথ দূর্ঘটনা । অটো ও মারুতির মুখোমুখি ধাক্কা । ঘটনায় জখম হলেন কমপক্ষে ১১ জন । নকশালবাড়ির খালপাড়া মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের ওপর এই দূর্ঘটনা ঘটনা । একটি অটো পানিট্যাঙ্কি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল | ঠিক সেই সময় উল্টোদিক থেকে বিহারের উদ্দেশ্যে আসা দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় এই ঘটনা ঘটে ।

ঘটনায় অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট গাড়িটি ও । অটোতে ৭ জন মহিলা ২ জন পুরুষ ছিল এবং ছোট গাড়িতে ২ জন যুবক ছিল । বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের গাড়ি থেকে বের করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি পুলিশ ও দমকলকর্মীরা । আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।

সংঘর্ষে অটোয় চাপা পড়ে আটকে থাকে ২ জন। পরে দীর্ঘ চেষ্টার পর তাদের বের করা হয়। ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে রাস্তার দু’ধারে যানজটের সৃষ্টি হয় । রাতেই দূর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে থানায় নিয়ে আসে পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *