September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : যাত্রীবাহী বাসের ধাক্কায় জখম ৭

শিলিগুড়ি , ২ মে : ৩২৭ জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে জেরে গুরুতর জখম প্রায় ৭ জন । ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি কালীবাড়ি সংলগ্ন এলাকায়।
গলগলিয়া থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস শিলিগুড়ি দিকে যাচ্ছিল | অপরদিকে যাত্রীবাহী অটোটি নক্সালবাড়ি থেকে গলগলিয়ার দিকে আসছিল | মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনটি ঘটে । স্থানীয়রা দেখে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বাতাসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ । স্থানীয় বাসিন্দা মৃত্যঞ্জয় সরকার জানান , আটোটি থামিয়ে যাত্রী নামাচ্ছিল | তখন দ্রুত গতিতে থাকা বাসটি ওভারটেক করতে গিয়ে ঘটনাটি ঘটে । এলাকায় বাসের গতি কমানোর দাবি জানায় স্থানীয়রা ।

অমল মন্ডল বলেন , দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আটোটিকে ধাক্কা মারে । গতি এতই বেশি ছিল যে পাশে স্কুল মাঠে নেমে যায় বাসটি । বাসের চালকরা মদ খেয়ে প্রতিযোগিতার মতো গাড়ি চালায় | যার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পরে প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে ছেড়ে দেওয়া হলেও ,মহম্মদ চৈতু (৫০) অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *