September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Reunion : পুনর্মিলনে অংশ নেবে বয়েজ হাই স্কুলের প্রাক্তনীরা

শিলিগুড়ি , ১৭ নভেম্বর : পুর্নমিলন উৎসবে নামিদামি শিল্পী সমন্বয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ‍্য দিয়ে সকলের সঙ্গে মিলন ও সকলকে নিয়ে মিড ডে মিলে মিলিত হবেন এমনটাই জানানলেন সাংবাদিক বৈঠকের পর কমিটির সভাপতি গৌতম দেব ।


শিলিগুড়ি উচ্চতর বালক বিদ‍্যালয়ের প্রাক্তনীদের নিয়ে নুতন কমিটি পুর্নমিলন উৎসব করা হবে । এই বার্তা আজ স্কুলের কক্ষে এক সাংবাদিক বৈঠক করে জানান শিলিগুড়ি উচ্চতর বালক বিদ‍্যালয়ের প্রাক্তনী কমিটির সভাপতি গৌতম দেব। ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি নানান অনুষ্ঠানের মাঝে বিশিষ্ট সংগীত শিল্পী অঞ্জন দত্ত ও জয়তী চক্রবর্তী সংগীত সন্ধ্যায় মেতে উঠবেন প্রাক্তনীরা ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে সকলে মিলে বড় মাপের মিড ডে মিলের আসরের পরিকল্পনা রয়েছে । যাতে করে সকলে এক সাথে বসে খাবারের সাথে সাথে আড্ডা মারা যায় । আজের সাংবাদিক বৈঠকের মাঝে অফিসিয়াল ওয়েব সাইট চালু করা হয় । গৌতমবাবু এর জানান সারা বছর স্কুলের পরিকাঠামো গত দিক দেখে স্কুলের গেট নুতন ভাবে তৈরি এবং ১০০ বছরের এই স্কুলে অনেক স্মৃতি ধরে রাখতে হেরিটেজ এর জন‍্য আবেদন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *