December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Siliguri : শিলিগুড়ির রাস্তা থেকে কচ্ছপ উদ্ধার

শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : দিনের বেলায় শিলিগুড়ির রাস্তা থেকে কচ্ছপ উদ্ধার । শিলিগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর মেন রোডে রবীন্দ্র সংঘ ক্লাবের বিপরীতের মোড় থেকে এক কচ্ছপ উদ্ধার করে বনবিভাগ নিয়ে যান ।

স্থানীয় সূত্রে জানা যায় , কোন এক ব‍্যক্তি মোটর সাইকেলে যাচ্ছিলেন সেই সময় কচ্ছপটি মোটর সাইকেল থেকে পড়ে যায় । ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এলে ওই ব‍্যক্তি আর না দাঁড়িয়ে সেই স্থান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ । স্থানীয় কাউন্সিলর কুন্তল রায় এসে খবর দেন থানাতে ও বনবিভাগকে । খবর পেয়ে আসে বনবিভাগের কর্মীরা ও পুলিশ ।

কাউন্সিলর কুন্তল রায় জানান , বাইকে চরে এই কচ্ছপটিকে নিয়ে যাবার সময় পড়ে যায় । বনবিভাগ থেকে জানা যায় বিরল প্রজাতির এই কচ্ছপটির নাম রেড শ্লাইজার , আপাতত কচ্ছপটি উদ্ধার করে তারা দপ্তরে নিয়ে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *