October 6, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Book : বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে আয়োজিত হল রিডিং ফেস্টিভাল

শিলিগুড়ি , ৩১ জুলাই : আয়োজিত হল রিডিং ফেস্টিভাল ২০২৩ | প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের পড়ুয়াদেরকে বই পড়ার অভ্যাসের জন্য পশ্চিমবঙ্গ দপ্তরের সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে প্রাথমিক বিদ্যালয় গুলিতে রিডিং ফেস্টিভাল অনুষ্ঠানের আয়োজন করা হয় | যার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পড়ার প্রতি আরও বিশেষভাবে আকৃষ্ট হয় সে বিষয়ে নজর রাখা হয়।

বিশেষত করোনার পর থেকে পড়ুয়ারা বেশি করে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়েছে | পড়ুয়াদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ বলে জানান পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল ।

সোমবার শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের উদয়ন কলোনির প্রাথমিক বিদ্যালয় পালিত হল রিডিং ফেস্টিভাল ২০২৩। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল , বাবলু পাল সহ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *