December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : এক মাস থেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি , ফাঁসিদেওয়ার পর এবার কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল খড়িবাড়ি এলাকায় । ঘটনাটি খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েত এলাকার। সেখানে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে একমাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক বৃদ্ধের বিরুদ্ধে ।

সোমবার দুপুরে নির্যাতিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতের নাম সীতারাম সিংহ (৬৮)। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে । কিশোরীর মায়ের অভিযোগ , প্রায় এক মাস ধরে ওই বৃদ্ধ তার মেয়েকে যৌন নির্যাতন করেছে । দুষ্কর্মের পর প্রতিবার নির্যাতিতাকে ১০ টাকা করে দিত অভিযুক্ত ।

এমনকি বিষয়টি কাউকে জানালে মেয়েকে গলা টিপে প্রাণে মারার হুমকিও দেয় ওই বৃদ্ধ । ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । স্বাস্থ্য পরীক্ষার জন্য খড়িবাড়ি থানার পুলিশ সোমবার বিকেলে কিশোরীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ সূত্রে জানা যায় , অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে । ধৃত কে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *