Khabar Samay Bangla Blog অপরাধ Investigation : মূক ও বধির নাবালিকার শ্লীলতাহানী , গ্রেপ্তার
অপরাধ

Investigation : মূক ও বধির নাবালিকার শ্লীলতাহানী , গ্রেপ্তার

শিলিগুড়ি , ২১ মে : মূক ও বধির নাবালিকার শ্লীলতাহানী | গ্রেপ্তার এক ব্যাক্তি ।

বাড়িতে দিদার সঙ্গে একাই ছিল ওই মূক ও বধির নাবালিকা । সেই সুযোগ নেয় প্রতিবেশী এক ব্যাক্তি । তার ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষনের চেষ্টা করতেই স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে তাকে , চলে উত্তম-মধ্যম । এরপর এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে ।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি জাবরাভিটা এলাকায় । সেই এলাকার এক ১৬ বছরের নাবালিকা তার দিদার সঙ্গে বাড়িতে একাই ছিল । বাবা মা কাজের তাগিদে বাড়ির বাইরে ছিল।সেই সময় প্রতিবেশী গনেশ শা , বয়স ৩০ , ঘরে ঢুকে ওই মূক বধির নাবালিকাকে ধর্ষনের চেষ্টা করে ।

বিষয়টি নজরে আসতেই পাশে থাকা নাবালিকার দিদা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে । পরবর্তীতে গনধোলাই দেওয়ার পর এনজেপি থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয় । ধৃতকে বুধবার দু’দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version