শিলিগুড়ি , ২১ মে : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করল কালিম্পং থানার পুলিশ । ধৃতের নাম মহম্মদ আব্দুল সাত্তার মিলান । ধৃত বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা ।
পুলিশ সূত্রে খবর , গতকাল ওই ব্যক্তিকে কালিম্পং এর দূরপিন এলাকা থেকে গ্রেপ্তার করে কালিম্পং থানার পুলিশ । তবে বাংলাদেশী ওই নাগরিক কিভাবে বাংলাদেশ থেকে কালিম্পং এসে পৌঁছালো এবং কে বা কারা তাকে এদেশে আসতে সাহায্য করল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় । ধৃতকে বুধবার কালিম্পং জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।