November 6, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

BJP : বিজেপি প্রার্থীর জয়ের উল্লাসে ভুরিভোজ

শিলিগুড়ি , ৫ অগাষ্ট : পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপির সুপেন রায় । জয় ছিনিয়ে এনে বিজয় উল্লাসে মেতে উঠলেন বিজেপির কর্মী সমর্থক সহ জয়ী প্রার্থীরা । গত কয়েকদিন আগে সম্পন্ন হয়েছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন । পাশাপাশি গণনাও হয়ে গিয়েছে । রেজাল্টে যা উঠে এসেছে , তাতে গোটা রাজ্যে ভালো ফল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

তবে হাতছাড়া হয়েছে শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ২ নং অঞ্চল । জয়ী হয়েছে বিজেপি । ৩০টির মধ্যে ১৯ টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি । আর এই বিজয় সকলের সাথে ভাগ করে নিতে আজ বিজয় মিছিল বের করা হয়েছে বিজেপির জয়ী প্রার্থী সুপেন রায়ের সমর্থনে ।

দক্ষিণ শান্তিনগর থেকে শুরু হয় মিছিল । একে একে ইষ্টার্ন বাইপাস , কানকাটা মোড় ঘুরে মিছিল শেষ হয় দক্ষিণ শান্তিনগরে । মিছিল শেষে পাত পেরে খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয়। যেখানে পরিবেশন করেছেন খোদ বিজেপির জয়ী প্রার্থী সুপের রায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *