December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Water Factory : ইস্কন রোডে দুটি জলের কারখানায় হানা পুরনিগমের

শিলিগুড়ি , ২৫ এপ্রিল : ইসকন মন্দির রোডের একটি জলের কারখানায় পরিদর্শনে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর বোরোর আধিকারিকরা পরিদর্শনে যান। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দুলাল দত্ত , বোরো চেয়ারম্যান প্রীতিকনা বিশ্বাস সহ অন্যান্যরা।

অভিযোগ , শহরে জলের ঘাটতির অভিযোগ জমা পড়ে । যার কারণে পুরনিগমের তরফে শহরে যে সমস্ত এলাকায় বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা বিনা অনুমতিমতে বোরিং করে জল ভরার কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে এবং বোরিং বন্ধ করতে অভিযানে নামে পুরনিগম ।

আজ ইস্কন রোডে দুটি কারখানায় হানা দেয় ৫ নম্বর বোরো । বেশ কিছুদিন থেকে এই ব্যবসা চলছে ও নথি যাচাই করে দেখা হয় ও পুরনিগমে নথি নিয়ে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে । ততদিন কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ । নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পুরনিগমের তরফে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *