September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Rally : শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

শিলিগুড়ি , ১৭ জানুয়ারী : বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শ্রমিক সংগঠনের । অভিযোগ শিলিগুড়ি সংলগ্ন গোড়ামোড় এলাকার একটি করাখানা থেকে ৩০ জন শ্রমিককে বেআইনি ভাবে ছাঁটাই করা হয়েছে ।


তারই প্রতিবাদে মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে ওই কোম্পানির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় কারখানায় কর্মরত শ্রমিক সহ শ্রমিক সংগঠনের নেতৃত্ব ।


তাদের দাবি বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ করানো চলবে না | অবিলম্বে ছাঁটাই হওয়া শ্রমিকদের নিয়োগ করতে হবে । এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ডাবগ্রাম ফুলবাড়ী শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত কর ।


এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন , শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত কর , অঞ্চল সভাপতি মহম্মদ আহিদ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *