September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Fish Market : মাছ বাজারে অকশনের সময় ঘিরে বিবাদ

শিলিগুড়ি , ১৫ জুন : শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছ বাজারে অকশনের সময় ঘিরে মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের বিবাদ | আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময় নির্ধারণ করার দাবি জানায় শ্রমিক সংগঠন।

মাছ বাজারে অকশনের সময় গ্রীষ্মকালে সকাল ৭ টা ও শীতকালে সকাল ৭:১৫ । তবে মালিকপক্ষ এই সময়ের পরিবর্তন করে সাড়ে ৬ টা করেছে। গত সোমবার থেকে সাড়ে ৬ টায় অকশনের সময় শুরু হয়। তবে মালিকপক্ষের অভিযোগ সেই সময় INTTUC শ্রমিক সংগঠনের বেশ কয়েকজন মালিকপক্ষের ওপর চড়াও হয়। বুধবারও একই ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হয় মালিকপক্ষ ।

অন্যদিকে শ্রমিক সংগঠনের অভিযোগ মালিকপক্ষ তাদের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে | যার ফলে শ্রমিকদের নানা সমস্যা হবে । ফলে তারা চায় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিক। বৃহস্পতিবার, এই বিষয়টি সাংবাদ মাধ্যমে তুলে ধরেন মালিক ও শ্রমিক উভয়পক্ষ। মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হল ফের যদি শ্রমিক সংগঠন তাদের ওপর চড়াও হয় কিংবা হেনস্থা করে তাহলে তারা পদক্ষেপ গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *