September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Chopra : মনোনয়নের সময় সন্ত্রাস আছড়ে পড়ল উত্তরবঙ্গে

শিলিগুড়ি , ১৫ জুন : পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের সময় সন্ত্রাস এবার আছড়ে পড়ল উত্তরবঙ্গে । উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সিপিএম কংগ্রেসের সঙ্গে রাজ্যের শাসকদলের সংঘর্ষ ঘটে । ওই ঘটনায় আহত একজনকে উন্নত চিকিৎসার স্বার্থে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।

নৈমূল হক নামে গুলিতে আহত এক ব্যক্তিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে গুলির ক্ষত রয়েছে । হাসপাতালে যাওয়া মাত্রই তাকে আইসিইউতে ভর্তি করা হয় ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৈমুল হক বলেন, “আমার স্ত্রী প্রার্থী হয়েছে। ওর মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলাম। সেই সময় গুলি চলে। আমার ভাইপোর গুলি লাগে ও মারা যায়। সামনে থাকা আরও তিনজনকে বেধড়ক মারধর করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *