November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : গণতন্ত্র রক্ষায় এক মঞ্চে অজয় – বিমল – বিনয়

দার্জিলিং , ২৭ ডিসেম্বর : অজয় , বিমল , বিনয় এবং প্রকাশ গণতন্ত্র লঙ্ঘনের বিরুদ্ধে এবং জাতিগত স্বার্থের পক্ষে একই মঞ্চে । পুরোনো সমীকরণ বদলে নতুন সমীকরণ পাহাড়ের রাজনীতিতে | পাহাড়ের গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে | যা পাহাড়ের জীবনধারায় একনায়কতন্ত্র এনে দিচ্ছে | এসবের মোকাবিলায় একই মঞ্চে সভাপতি অজয় ​​এডওয়ার্ডস , গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং , সভাসদ বিনয় তামাং , নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রকাশ গুরুং । গণতন্ত্র রক্ষায় তারা একসঙ্গে কমিটি গঠন করে আগামী কর্মসূচী নির্ধারন করবে |

সোমবার থেকে শুরু হওয়া এক মঞ্চে চলা কর্মসূচি এক মাস চলবে বলে জানিয়েছেন বিমল গুরুঙ্গ । তিনি স্পষ্ট করে বলেন , কর্মসূচি চলতে ইতিমধ্যেই পুরসভাকে এক মাসের ভাড়া পরিশোধ করেছেন তারা | এক মঞ্চে বসে তারা দাবি করে কেন্দ্র হোক কিংবা রাজ্য সকলকে তারা এই বার্তা দিতে চাইছেন পাহাড়ের গণতন্ত্র ব্যহত হচ্ছে |

তাদের নেওয়া কর্মসূচী অনুযায়ী প্রশাসন ১৪৪ ধারা প্রয়োগ করলে তবে একসঙ্গে রুখে দেওয়া হবে বলে ও দাবি করেন এক মঞ্চে বসেই অজয় এডওয়ার্ড্স | প্রেসিডেন্ট অজয় এডওয়ার্ডস স্পষ্টভাবে বলেছেন যে দার্জিলিংয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্রয়-বিক্রয় করা হয়েছে টাকার জোরে , যা যথাযথ নয়।

সব মিলিয়ে গণতন্ত্র রক্ষায় তাদের এক মঞ্চে আসা খুব একটা ভাল চোখে যে নেবে না রাজনৈতিক মহল তা বলাই যায় | তবে আগামী নির্বাচনে পাহাড়ের নতুন সমীকরণ কি ঘটাতে চলেছে তা সময় বলবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *