December 13, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Culture : রত্না ভট্টাচার্য স্মারক বক্তৃতা প্রদানে উপস্থিত থাকবেন সঞ্জয় মুখোপাধ্যায়

শিলিগুড়ি , ২৩ নভেম্বর : আগামী ২৭ নভেম্বর রত্না ভট্টাচার্য স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রয়াত রত্না ভট্টাচার্যের দ্বিতীয় বর্ষ প্রয়াণ দিবস উপলক্ষে রত্না ভট্টাচার্য স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শামা রহমান ।


বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান , শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন , প্রতিবছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় । ২৭ নভেম্বর সন্ধ্যা ৬ টায় প্রারম্ভিক সংগীত হবে এবং সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় বক্তব্য রাখবেন। এরপর বাংলাদেশের সংগীতশিল্পী শাহা রহমানের গলায় রবীন্দ্র সংগীত পরিবেশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *