September 16, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : অন্য দলের পতাকা বামনেতার বাড়িতে কেন : তরজা তুঙ্গে

শিলিগুড়ি , ৩ এপ্রিল : রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে অন্য দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ তুলেছেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব । নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে বাম ও রামের মধ্যে যে গোপন সমঝোতা রয়েছে তার অভিযোগ তুলেছেন তিনি। আর গৌতম দেবের অভিযোগের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

এই বিষয়ে সরব হয়েছেন অশোক ভট্টাচার্য ও । তিনি বলেন, “অযোথা সবকিছুতে রাজনীতি করছেন গৌতম দেব । আমি দেখা মাত্র পতাকা খুলে দিয়েছি । বিজেপি ও তৃণমূল কংগ্রেস বিশেষ করে গৌতম দেব বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন । পতাকা কে বা কারা কখন লাগিয়ে গিয়েছে তা আমার জানা নেই। উলটে তিনি দাবি করেন রাজ্যে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে নিয়ে এসেছে । বামেদের আমলে তো বিজেপি রাজ্যে ঢুকতেই পারেনি। এসব বাজে কথা বলে কোন লাভ হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *