December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ দেশ রাজনীতি

Government : দিল্লির জন্তরমন্তরে পৌঁছাতে কেন্দ্র আটকাতে পারবে না : পাপিয়া ঘোষ

শিলিগুড়ি , ৩০ সেপ্টেম্বর : ১০০ দিনের কাজের বকেয়া পাওনা ছাড়াও একাধিক বিষয়ে কেন্দ্র সরকার রাজ‍্য সরকারকে বঞ্চিত করে চলেছে | এই পাওনা মিটিয়ে দেবার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক তৃণমূল কংগ্রেসের | আজ সাংবাদিক বৈঠক করে জানান সভানেত্রী পাপিয়া ঘোষ ।


আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির জন্তরমন্তরের সামনে তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হতে চলেছে । এই শান্তিপূর্ণ বিক্ষোভে সমাবেশে অংশ নিতে রাজ‍্যের প্রধান নেতৃত্ব সহ অনেক কর্মী সর্মথকরা যাবেন । আজ এক সাংবাদিক বৈঠক করেন জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ , চেয়ারম্যান অলোক চক্রবর্তী , মুখপাত্র বেদব্রত দত্ত সহ অন‍্যান‍্যরা |

পাপিয়া দেবী জানান ইতিমধ্যে অনেক নেতৃত্ব দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন | আগামীকাল বাকিরা রওনা হবেন। একটি গুরুত্ব অভিযোগ তুলে পাপিয়াদেবী জানান কেন্দ্রের শাসকদল বিভিন্ন ভাবে তাদের গন্তব্য স্থলে পৌঁছতে বাধার সৃষ্টি করছে । এতে তারা পিছু হটবে না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *