শিলিগুড়ি , ২৪ মে : শিলিগুড়ি পুরনিগমের চার বাম কাউন্সিলর হিলকার্ড রোডের অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে বর্তমান পুরবোর্ড এর ব্যর্থতার প্রসঙ্গ তুলে ফের সরব হলেন |
বাম-পরিষদীয় দলনেতা মুন্সী নুরুল ইসলাম সহ আর তিন কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী , মৌসুমী হাজরা ও দীপ্ত কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হন । নুরুলবাবু এক গুচ্ছ অভিযোগের পাশাপাশি বর্তমান পুর-বোর্ড পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ তা দাবি করেন । আজ থেকে শহরবাসীর অভাব অভিযোগ জানার হোয়াটসআপ এর ব্যবহার শুরু করল | যে কোন প্রান্তে ও যে কোন সমস্যা হোয়াটসআপ এর মধ্য দিয়ে জানাতে আবেদন করে সাধারণ মানুষকে ।
সমস্যা গুলোকে নিয়ে পুরনিগমের বোর্ড মিটিং ও মেয়রকে জানিয়ে সমাধান করার চেষ্টা করা হবে বলে জানান তিনি । নুরুলবাবু আরও জানান এর মূল উদ্দেশ্য শহরবাসীর সমস্যা সমাধান করতে মেয়র ব্যর্থ । সমস্যা সমাধানের চেয়ে বড়াই করে তা প্রচার করেন মেয়র এবং কাজের কাজ কিছুই হচ্ছে না | তাই তারা এবার মানুষের কথা শুনবেন ।