September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : ‘দুই ফুলের এক মালিক’শ্লোগান CPI এর

শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : রাজ‍্য জুড়ে তৃণমূলের তোলাবাজির অভিযোগ , কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন বিরোধী নীতির বিরুদ্ধে সরব হল সিপিআই | ‘দুই ফুলের এক মালিক’ এই শ্লোগানকে সামনে রেখে আজ মিছিল করল দার্জিলিং জেলা সিপিআই ।


দার্জিলিং জেলা কমিউনিষ্ট পার্টি অফ ইন্ডিয়ার ডাকে কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিরোধিতায় এক মিছিল ও জনসভা সংগঠিত হয় সুভাষপল্লীর নেতাজি মূর্তির পাদদেশে । এই জনসভায় মুখ‍্য বক্তা ছিলেন কমিনিষ্ট পার্টি অফ ইন্ডিয়ার রাজ‍্য কমিটির সম্পাদক স্বপন ব‍্যানার্জি সহ জেলার অন্য নেতৃত্ব । এই কর্মসূচির শুরুতে মহানন্দা ব্রিজের সামনে থেকে একটি পদযাত্রা হিলকার্ড রোড ও কোর্ট মোড় হয়ে সভা স্থলে পৌঁছায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *