October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Election : তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ

কোচবিহার , ১৭ জুন : চূড়ান্ত বিশৃংখলা ছড়াল কোচবিহারের দিনহাটায় । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামানিকের সামনেই বোমাবাজি। মনোনয়নের পর স্ক্রুটিনি নিয়ে সংঘর্ষ তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। বিডিও অফিসে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দিনহাটার ২ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে উত্তেজনা।

পুলিশ লাঠিচার্জ করে তৃণমূলদের জমায়েত হটিয়ে দেয় । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের উপস্থিতিতেই বোমা ফাটার আওয়াজ শোনা যায় । পুলিশ ও যৌথ বাহিনী টহল দিচ্ছে এলাকায়। তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। বিডিও অফিসে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। দিনহাটার ২ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে উত্তেজনা। পুলিশ লাঠিচার্জ করে তৃণমূলদের জমায়েত হটিয়ে দেয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের উপস্থিতিতেই বোমা ফাটার আওয়াজ শোনা যায়। বিশাল বড় পুলিশ ও যৌথ বাহিনী টহল দিচ্ছে এলাকায়।

পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। মনোনয়ন স্ক্রুটিনি ঘিরে দুই মন্ত্রী মুখোমুখি। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজ নিজ অনুগামীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *